অনাগত সন্তানকে
আমার অনাগত সন্তানের কানে মুখ রেখে বলি
তুমি কি সহসা পৃথিবীতে আসতে চাও বাছা ?
ও আমার মূখের দিকে নিস্ফলক তাকিয়ে থাকে
যতক্ষণ না আমি বিব্রতবোধ করি ;
আমার অবয়ব থেকে বুঝে নিতে চায় পথিবীর বাস্তবতা, বিবমিষা
বিরক্তি-হতাশা।
তারপর বলে ঃ উন্মত্ত তোমরা এখন পৃথিবীতে ধ্বংশযজ্ঞ
নারকীয়তায়,
যুদ্ধের ধ্বংশস্তুপ থেকে জন্মনেয়া লক্ষ শিশু
ক্ষয়ে ক্ষয়ে অকালে ঢলে পড়ে মৃত্যুর কোলে,
এমন জ্বরাগ্রস্ত তোমাদের সভ্য পৃথিবী ।
আর যারা টিকে আছে ফুটপাতে বস্তিতে
তারাও তো ক্ষুধার্ত অভিশপ্ত শিশু
তবে কেন আগামী বংশধ্বরের জন্য কর নতুন আয়োজন।
যদিও জানি, মানব জন্মে হবে আমার পুর্ণতা
তবু আমি পৃথিবীতে আপাততঃ আসছিনা।
আমাকে ঘুমোতে দাও
তুমি নরকে যাও !
No comments:
Post a Comment
Thank you very much for visit the site