হাজার বছর ধরে এদেশের প্রস্ফুটিত প্রকৃতির ভেতর তোমাদের জন্য মৃত্যুকূপ বানিয়েছে,
বাঙলার কৃষক তবু তোমরা মর নাই।
তারাতো বোঝেনি,তোমাদের মৃত্যু নাই।
তোমাদের আত্মারা প্রবিদ্ধ হয়ে আছে ফসলের বীজের শেঁকড়ে,
অথবা তোমার বিশাল দেহ পড়ে আছে এই খানে উর্বর ভূমিতে।
আর তোমার হাঁড়-কংকাল থেকে তৈরী হলো রেল-গাড়ি চর্যাপদ পান্ডুলিপির কাগজ,
তোমার তন্তুতে জৈবনিবিড় মাটি ফলাইতেছে নানান ফসল।
ঋতু ও পার্বনে তোমাদের আত্মারা সারি গান গেয়ে যায় সাবঅলটার্ন জ্ঞাতিদের ভিড়ে
আশ্বিনী পূর্ণিমায় নাচো অসংখ্য মহাত্মাগান্ধির মতো উদোম গতরে।।
No comments:
Post a Comment
Thank you very much for visit the site