To know Bangladesh, people, culture and paradox in the light of what we know through Delight Express/ মু্ক্তিযুদ্ধের জাগরণের গান, রাজহাঁসের জন্য শোকগাঁথা, ভালোবাসি অগ্রানের বাংলাদেশ, ময়ের পেটে গুলি খেলো যে শিশুটি, পদ্য কথা আবৃত্তি, হরিনের মায়েদের গল্প, হাজার বছর ধরে,7th March, 1971 Speech of Bangabandhu Sheikh Mujibur Rahman

Wednesday, December 8, 2021

মীজানুর রহমানের ত্রৈমাসিক পত্রিকা প্রকাশের নয়া উদ্যোগ : এক অর্থপূর্ণ পাগলামির রয়ান


বাংলাদেশের যুগান্তকারী সাময়িকী মীজানুর রহমানের ত্রৈমাসিক পত্রিকা তাঁর মৃত্যুতে অনিয়মিতভাবে কয়েক সংখ্যা প্রকাশের পর বন্ধ যায়। বিচিত্র বিষয়  ও বিপুল আকারের এ স্বনামধ্য পত্রিকাটি আবার দস্তইয়েফস্কি সংখ্যার মধ্যদিয়ে সময়ের অন্যতম সেরা লেখক-সাংবাদিক মশিউল আলমের সম্পাদনায় প্রকাশিত হতে যাচ্ছে। এ দস্তইয়েফস্কি মানুষটা-ই বা কে ?

আমার বিবেচনায় দস্তইয়েফস্কি একজন মামুলি সাহিত্যিক, কিন্তু বিগত ২০০ বছরে তাঁর আলোচক-সমালোচকদের লেখায় ‍বুঝতে পিরেছি তিনি মানব চরিত্র সম্পর্কে আশ্চর্য দার্শনিক ভঙ্গিতে কথাবার্তা উপস্থাপন করেন যেনবা এগুলো চিরন্তন বাক্য।
অথচ তার উপন্যাস গুলোর নাম দেখুন, 'লাঞ্ছিত বঞ্চিত', 'অপরাধ এবং শাস্তি', এবং আরো একটার নাম শুনছিলাম -যেটার বাংলা করলে দাঁড়ায় 'গোপনস্থানে অবস্থানকারীর প্রেরিত নোট'। এছাড়া আরো কয়েকটি বই তাঁর আছে। এসব মামুলি শিরোনামের বই কোন চমক জাগায় না।
কাজেই তার কোন বই আমি পড়ি নাই। আবার তার বইগুলো এতো বিশাল বিশাল যে,এগুলো পড়া আর নির্জন বনবাসে যাওয়া একই কথা। কসরত করার এত সময় কই! ডারউইনের লেখা পড়লে বুঝা যায় মানুষ প্রকৃতির জৈবিক বিবর্তন প্রক্রিয়ার একটা ফসল। জৈবিক প্রক্রিয়া মধ্যে প্রকৃতিতে যোগ্যতররাই টিকে থাকে। অর্থাৎ যারা বিদ্যমান পরিবেশের সাথে অভিযোজন ঘটাতে পারে,প্রতিদ্বন্দ্বীদের পরাস্ত করতে পারে, টিকে থাকে তারা। ধর্মগ্রন্থগুলোর কোনো কোনোটিতে মানুষকে উন্নত মানের পশু হিসেবে আখ্যায়িত করা হয়েছে; বলা হয়েছে তার রিপুগুলোকে দমন করতে।
এদিকে ফ্রয়েড সাহেব বলছেন, মানুষের অবচেতনের সুপ্ত আকাঙ্ক্ষা তাকে চালিত কবে। আকাঙ্ক্ষা্আ অবদমনের ফলে মানুষ অস্বাভাবিক আচরণ করে এর মধ্যে যৌন তাড়না উল্লেখযোগ্য। কাজেই উন্নত মানের পশু হিসেবে মানুষ একদিকে যেমন মানবিক আবার অন্যদিকে পাশবিক বা ধ্বংসাত্মকও। এর বাইরে দস্তইয়েফস্কি নতুন আর কি বলবেন আমার মাথায় আসেনা। আমার এ অনুমান বিশ্বাস না হলে মিজানুর রহমানের ত্রৈমাসিক পত্রিকার দস্তইয়েফস্কি বিশেষ সংখ্যাটি পড়ে দেখতে পারেন। এই পত্রিকাটি এখন সম্পাদনা করছেন মশিউল আলম নামক জনৈক ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো লেখক। আপনারা পড়ে যদি অভিনব কিছু পান, জানাবেন। তবে আমি এক কপি কিনে পুরোটাই পড়ে আমার অনুমান এর সত্যতা যাচাই করব। এই কর্পোরেট দানব সাম্রাজ্যের যুগেও ভালো মানুষগুলো কেন যে ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে যায়, এটা জানতে আমার বড় কৌতুহল। এই প্রকাশনার টেক্সট পড়ে আমি বুঝতে চাই এখনো দায়বদ্ধ ও প্রতিশ্রুতিশীল মানুষ কেন এরকম পাগলামিতে ব্রত হন।
-সবিনয়ে
দস্তইয়েফস্কি না পড়া একজন পাঠক।
বিশেষ দ্রষ্টব্য: সাহিত্য না পড়েও মানুষের জীবন চলে যায়, কিন্তু একথা সত্য যে, মানুষ এসবের স্পর্শের বাইরে থাকতে পারেনা। কোন না কোন মাধ্যমে এগুলো মানব জীবনের সাথে সম্পৃক্ত হয়ে যায়। আরেকটি গুরুতর সত্য যে, মানুব সম্প্রদায়ের পাগলামীর ইতিহাস তার জীবনের সমবয়সী এবং এটি মানব সম্প্রদায়ের সৃজনপ্রয়াসী কর্মপ্রচেস্টার অন্যতম প্রধান প্রেরণাদায়ী।

No comments:

Post a Comment

Thank you very much for visit the site