কবি : আপনি আছেন কেমন ?
রুহুল মালত : এই আছি আরকি, আপনারা রাখছেন যেমন ?
কবি : আপনাদের ভালো রাখার দায়িত্ব নিয়েছে সরকার
রু: মা : তাহলে আমার খবর নেয়ার আপনার কি দরকার ?
কবি : বাহ! আপনি তো বেশ কাব্যরসিক, কথা বলেন ছন্দে- ছন্দে!
রু: মা :আপনারা কি কবিতা যে লেখেন, কিছুই বুঝিনা ছাতা, থাকি দ্বন্দ্বে ,তাই নিজের কথা বলি ভালোমন্দে।
কবি : আমি লেখক, আপনাদের খবর নেওয়াই আমার কাজ।
রু: মা : আহ,বেশ বেশ, তা বলেন কি খবর জানতে চান ? সমস্যা হলো আমার লুঙ্গিটা ভিজা, শরীলে ঘাম, মোবাইলটা যে কোথায় রাখি!
কবি :আচ্ছা এই মোবাইল ফোনটা কি খুব দরকার?
রু: মা :কি যে বলেন, এটা থাকলে ডিজিটাল হবে দেশ, খুশি হবে সরকার। তাছাড়া পুলাপানের পেড়ে ভাত না থাকলেও মোবাইল পেটাপেপি করে সময় কাটায়। তাই ঘামের টাকা দিয়া মোবাইল কিনি, আমরা হলাম ঘুড়ি আর মোবাইল কোম্পানি হলো নাটাই!
কবি : আচ্ছা আপনাদের গরীবের চরের নাম নাকি বদল হয়ে হল আলাওল পুর। আপনারা সবাই কাব্যপ্রেমিক নাকি, আলাওল কে ছিলেন জানেন?
রু: মা :অতো বুঝনের কাম নাই,আগে আমার কথা শুনেন। গরীবেরচর নামটা কেমন গরীব গরীব লাগে;এখানের সব লোক তো গরীব না। নামেও গরীব কামেও গরীব হইতে হইবো এমন তো কথা নাই। যেমন গরীবের পোলার নামও রাজা মিয়া বাদশা মিয়া হইতে পারে।
কবি : কিন্ত পাশের এলাকা কোদালপুর,তারাতো নাম বদলায় নাই।
রু: মা : দেখেন কোদাল হল চাষার হাতিয়ার, খুব দরকারি। ভাতের সাথে যেমন তরকারি।
তাছাড়া পয়সাও’লা লোকও থাকে গরীবেরচরে। এ নামটা তাদের গায়ে লাগে, তাই এই নাম পরিবর্তন, ্আসলে সবাই নিজেরে বদলাতে চায়।
কবি : তাতে আপনাদের অবস্থার কোন বদল হল?
রু: মা :আমাগো অবস্তা হল পদ্মার হাতে, পদ্মার ভাঙ্গা-গড়ার হাতে আমাদের জীবন মরন। পদ্মার এককূল ভাঙ্গে আরেক কূলে চর জেগে উডে, আর গরীব মানুষগুলা পাখির মত উড়ে; উড়ে উড়ে নতুন চর আবাদ করে,বসতি গড়ে,আরেকটা জিনিস খেয়াল করেন,পদ্মার বুকে যত চর আছে সবই গরীবের চর,এর কোন বদল নাই,আমাগো ভাগ্যেরও কোন বদল নাই।
কবি: নদীতে কি মাছ মিলে ?
রু: মা: নদীর কথা কইতেছেন, মাঝে মাঝে কিছু ঝাটকা মিলে। মাছের গুষ্টি শেষ হইয়া আসতাছে, ভবিষ্যতে শুধু ভাঙ্গন আর চোবাবালি, দোয়া করেন খাস দিলে।
কবি: বেশ হতাশার কথা বললেন, তাছাড়া ঝাটকা ধরা তো আইনের চোখে আপরাধ।
রু: মা: আরে রাখেন ভাই আপনের নীতি কথা। সরকাররে পটেে ভাত, আর আমাগো পটেে হাত! তা হইবো ক্যা।আমরা বুঝি দশেরে প্রজা না!
No comments:
Post a Comment
Thank you very much for visit the site